এক রাত

তখন রাত ১২টা,
আমাদের মহল্লায় নিরবতা নেমেছে
পাশের বাড়িগুলোর আলো ধীরে ধীরে নিভিছে,
অনবরত ডাকছে ঝিঁঝিঁ পোকা,
সাঁই সাঁই করে দুটো মোটরগাড়ি চলে গেল
রাস্তায় শুয়ে থাকা কুকুরটির উপর দিয়ে;
ঘেউ ঘেউ আর্তনাদ করে অভিশাপ দিতে দিতে
সে চলে গেল অন্যদিকে,
তার ক্রোধের কাছে পৃথিবীর সব কিছু তুচ্ছ এক প্রাণ।

কেন এত দ্রুত গাড়ি ছোটে?
পাশের মহল্লার কুকুরটি চেঁচিয়ে আসছে,
কি বার্তা নিয়ে এসেছে সে;—
দূরের রাস্তায় ডাস্টবিনের পাশের শিয়ালগুলো
ক’দিন থেকে কেবলই কোলহল করছে
আজ রাতের পরিবেশ অনেকটা অনিশ্চিত।

রাত ১২টা,

পাঁচালির দিনগুলো হারিয়ে যায় অতীত পিষ্ট করে,
একেক রাতে বেঁচে থাকার লড়াই চলে সকল প্রাণের
এই পৃথিবীতে।

২০১৬, ময়মনসিংহ

চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র রোন নদীর তীরে তারার রাত ( Starry Night over the Rhone)। শিল্পী চিত্রটি আঁকেন সেপ্টেম্বর ১৮৮৮ সালে।

বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে  কবিতাগ্রন্থের ৫১ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।

আরো পড়ুন:  যদি কোনো দিন

Leave a Comment

error: Content is protected !!