তামাটে মাথা দুধরাজ সাপ হচ্ছে এশিয়ার আবাসিক এবং বাংলাদেশের সুলভ সাপ
তামাটে মাথা দুধরাজ সাপ (দ্বিপদ নাম: Coelognathus radiatus) হচ্ছে কলুব্রিডি পরিবারের কোয়েলগনাথুস গণের সাপের একটি প্রজাতি। এরা এশিয়ার আবাসিক এবং বাংলাদেশের সুলভ আবাসিক সাপ। বাংলাদেশের সাপের তালিকায় এই গণে বাংলাদেশে রয়েছে ২টি প্রজাতি এবং পৃথিবীতেও রয়েছে এই ৭টি প্রজাতি। বাংলাদেশে প্রাপ্ত এবং আমাদের আলোচ্য প্রজাতিটি হচ্ছে তামাটে মাথা দুধরাজ সাপ। আরো পড়ুন