সরীসৃপ (Reptilia) শ্রেণিতে কাছিম (Testudines) বর্গে বাংলাদেশে ২৯টি প্রজাতি রয়েছে। আমরা Testudines শব্দটির বাংলা কাছিম বা কচ্ছিম শব্দটি ব্যবহার করব। বাংলাদেশে কাছিম বর্গে মোট ৫টি পরিবারে মোট ২৯টি প্রজাতি রয়েছে। পরিবার পাঁচটি হচ্ছে: ক. কচ্ছপ (Testudinidae), খ. কাইট্টা (Geoemydidae), গ. তরুণাস্থি কাছিম (Trionychidae), ঘ. সামুদ্রিক কাছিম (Cheloniidae), ঙ. বড় সামুদ্রিক কাছিম (Dermochelyidae)। এই পাঁচ পরিবারে বাংলাদেশে পাওয়া যায় মোট ২৯ প্রজাতি। এই ২৯ প্রজাতির কচ্ছপের সবগুলোই বিপন্ন এবং ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনানুযায়ী সংরক্ষিত। বাংলাদেশের বন্যপ্রাণীর মধ্যে সবচেয়ে ঝুঁকিতে আছে এই কচ্ছপ, কাইট্টা আর কাছিমগুলো। নিচে বাংলাদেশে প্রাপ্ত ২৯ প্রজাতির কচ্ছপের তালিকা দেয়া হলো:
পরিবার: ক. কচ্ছপ (Testudinidae),
০১. হলুদ পাহাড়ি কচ্ছপ, Elongated Tortise, Indotestudo elongate;
০২. এশিয় চিলা কচ্ছপ, Asian Giant Tortise, Manouria emys;
পরিবার: খ. কাইট্টা (Geoemydidae),
০৩. বোদো বা বাটাগুড় কাইট্টা, Northern River Terrapin, Batagur baska;
০৪. রঙিলা ছাঁদ কাইট্টা, Painted Roofed Turtle, Batagur dhongoka;
০৫. কড়ি কাইট্টা, Bengal Roofed turtle, Batagur kachuga;
০৬. মালয়ী ডিবা কাইট্টা, Malayan Box Turtle, Cuora amyionensis;
০৭. এশিয় পাতা কাইট্টা, Asian Leaf Turtle, Cyclemys dentate;
০৮. ওল্ডহ্যামের পাতা কাইট্টা, Oldham’s Leaf Turtle, Cyclemys oldhami;
০৯. দাগি কালো দীঘি কাইট্টা, Spotted Pond Turtle, Geoclemys hamiltonii;
১০. নদীর কালি কাইট্টা, Brahminy River Turtle, Hardella thurjii;
১১. ত্রি-খিলা স্থল কাইট্টা, Tricarinate Hill Turtle, Melanochelys tricarinata;
১২. শামুকভুক কালী কাইট্টা, Snail-eating Turtle, Melanochelys trijuga;
১৩. বাংলা হলদে কাইট্টা, Bengal Yellow Turtle, Morenia petersi;
১৪. বড় কড়ি কাইট্টা, Brown River Turtle, Pangshura smithii;
১৫. সিলেটি কড়ি কাইট্টা, Sylhet Roofed Turtle, Pangshura sylhetensis;
১৬. দেশি কড়ি কাইট্টা, Indian Roofed Turtle, Pangshura tecta;
১৭. মাঝারি তাঁবু কাইট্টা, Tent Turtle, Pangshura tentoria,
পরিবার: গ. তরুণাস্থি কাছিম (Trionychidae),
১৮. পাহাড়ি তরুণাস্থি কাছিম, Asiatic Softshell Turtle, Amyda cartilaginea
১৯. গঙ্গা তরুণাস্থি কাছিম, Ganges Softshell Turtle, Aspideretes gangeticus;
২০. ধুম তরুণাস্থি কাছিম, Peacock Softshell Turtle, Aspideretes hurum;
২১. বোস্তামি তরুণাস্থি কাছিম, Bostami Turtle, Aspideretes nigricans;
২২. ছোটমাথা এশিয় চিত্রা তরুণাস্থি কাছিম, Narrow-headed Softshell Turtle, Chitra indica;
২৩. সুন্দি তরুণাস্থি কাছিম, Spotted Flapshell Turtle, Lissemys punstata;
২৪. এশিয় জাতা তরুণাস্থি কাছিম, Asian Giant Softshell Turtle, Pelochelys cantorii;
পরিবার: ঘ. সামুদ্রিক কাছিম (Cheloniidae),
২৫. মুগুরমাথা সামুদ্রিক কাছিম, Loggerhead Turtle, Caretta caretta;
২৬. সবুজ সামুদ্রিক কাছিম, Green Turtle, Chelonia mydas;
২৭. বাজঠোঁটি সামুদ্রিক কাছিম, Hawksbill Sea Turtle, Eretmochelys imbricate;
২৮. জলপাইরঙ সামুদ্রিক কাছিম, Olive Ridley Turtle, Lepidochelys olivacea;
পরিবার: ঙ. বড় সামুদ্রিক কাছিম (Dermochelyidae)
২৯. বড় সামুদ্রিক চামট কাছিম, Leatherback Sea Turtle, Dermochelys coriacea.
অনুপ সাদি বাংলাদেশের একজন লেখক, কবি, প্রাবন্ধিক, গবেষক ও চিন্তাবিদ। তাঁর প্রথম কবিতার বই পৃথিবীর রাষ্ট্রনীতি আর তোমাদের বংশবাতি প্রকাশিত হয় ২০০৪ সালে। তাঁর মোট প্রকাশিত গ্রন্থ ১২টি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত তাঁর সমাজতন্ত্র ও মার্কসবাদ গ্রন্থ দুটি পাঠকমহলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। ২০১০ সালে সম্পাদনা করেন বাঙালির গণতান্ত্রিক চিন্তাধারা নামের একটি প্রবন্ধগ্রন্থ। তিনি ১৬ জুন, ১৯৭৭ তারিখে জন্মগ্রহণ করেন। তিনি লেখাপড়া করেছেন ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ২০০০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম এ পাস করেন।