ভূমিকা: সাদা সার্বিষী বা সাদা কদমঘাস (বৈজ্ঞানিক নাম: Kyllinga nemoralis) হচ্ছে এক প্রকারের ভেষজ গুল্ম। এই প্রজাতিটি পূর্ব এশিয়ার দেশে জন্মায়।
সাদা সার্বিষী-এর বিবরণ
সাদা নির্বিষী বা সাদা কদমঘাস হল একটি বহুবর্ষজীবী এবং সুতার মতো লতানো সেজ, যা দীর্ঘ লতানো রাইজোমের মাধ্যমে বিস্তৃত হয়। এটি ছায়াময় তৃণভূমি, পাথরের ফাটল এবং রাস্তার ধারে পাওয়া যায়। এর কান্ড খাড়া, উচ্চতায় ৫৫ সেন্টিমিটার পর্যন্ত, তিন কোনাযুক্ত। পাতা অনেকগুলি, সাধারণত কান্ডের চেয়ে ছোট, রৈখিক, ১.৫ থেকে ৩ মিমি চওড়া হয়। পাতার খোল বাদামি থেকে বেগুনি-বাদামি রঙের হয়ে থাকে।
পুষ্পমঞ্জরি হল একটি গোলাকার শীর্ষস্থানীয় মঞ্জরি, যার ব্যাস ৫ থেকে ১০ মিমি, মাঝে মাঝে ২ থেকে ৩টি ছোট যুক্ত পার্শ্বীয় মঞ্জরি থাকে; যা ৩ থেকে ৪টি অসম, ছড়ানো এবং পাতার মতো উপপত্র দ্বারা পরিবেষ্টিত, যেগুলির দৈর্ঘ্য ২০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। মঞ্জরির স্পাইকলেটগুলি ডিম্বাকার থেকে বল্লমাকার, সাদা, দৈর্ঘ্যে ২.৫-৩ মিমি, এক-পুষ্পযুক্ত। ফলটি আয়তকার থেকে গোলাকার, লেন্সের মতো আকৃতির অ্যাখিন, দৈর্ঘ্যে ১.২-১.৫ মিমি, বাদামি রঙের।
তথ্যসূত্র:
১. “Cyperus mindorensis”, flowers of india, ইউআরএলঃ https://www.flowersofindia.net/catalog/slides/White%20Water%20Sedge.html
বি. দ্র: ব্যবহৃত ছবি flowersofindia.net থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: Thingnam Girija
জন্ম ৮ জানুয়ারি ১৯৮৯। বাংলাদেশের ময়মনসিংহে আনন্দমোহন কলেজ থেকে বিএ সম্মান ও এমএ পাশ করেছেন। তাঁর প্রকাশিত কবিতাগ্রন্থ “স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে”, “ফুলকির জন্য অপেক্ষা”। যুগ্মভাবে সম্পাদিত বই “শাহেরা খাতুন স্মারক গ্রন্থ” এবং যুগ্মভাবে রচিত বই “নেত্রকোণা জেলা চরিতকোষ”। বিভিন্ন সাময়িকীতে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। এছাড়া শিক্ষা জীবনের বিভিন্ন সময় রাজনৈতিক ও সাংস্কৃতিক কাজের সাথে যুক্ত ছিলেন। বর্তমানে রোদ্দুরে ডট কমের সম্পাদক।