উদয় পথের যাত্রী

উদয় পথের যাত্রী

ওরে ছাত্রছাত্রী,

মশাল জ্বালো, মশাল জ্বালো, মশাল জ্বালো।

প্রেতপুরীর এই অন্ধ কারায় আনো আলো।।

 

পিশাচ নিশাচর

ঘিরিছে চরাচর

বাণীর পূজারী কাঁদে নিরন্ন বেদনায় কাঁদে জর্জর;

আলোক মিনারে প্রদীপ শিখারে ওরা যে নিভালো।।

 

শিক্ষাবিহীন গৃহহারা যারা কাঁদিছে আঁধারে

হে প্রগতির সৈনিক তোরা ভুলিবি কি তাদেরে।

কঙ্কালে প্রাণ দাও

জীবনের গান গাও

ভুলি ভেদাভেদ অন্ধআবেগ, হাতে হাত মিলাও

ধনপিপাসায় মূঢ় হতাশায় আগুন জ্বালো।।

আরো পড়ুন:  আমরা করবো জয় নিশ্চয়, আহা বুকের গভীরে আছে প্রত্যয় আমরা করবো জয়!

Leave a Comment

error: Content is protected !!