বাঁচবো বাঁচবোরে আমরা বাঁচবোরে বাঁচবো

বাঁচবো বাঁচবোরে আমরা বাঁচবোরে বাঁচবো

ভাঙা বুকের পাঁজর দিয়া

নয়া বাংলা গড়বো।।

 

বিভেদ গাঙের বাঁধবো দুই কূল

বাঁধবো আবার মিলনের পুল

যত বাস্তুহারা সর্বহারা সুখের গৃহ গড়বো।।

 

ঘুচবে দেশের অন্ধকার

আসবেরে প্রাণের জোয়ার

(আমরা) সবাই মিলে তালে তালে আনন্দের গান গাইবো।।

 

গোলায় গোলায় উঠবে ধান

গলায় গলায় উঠবে গান

যত মায়ের বুকের শিশুর মুখে হাসির ঝলক আনবো।।

 

দিন-দুঃখী অভাগার দল

মোছরে এবার চোখের জল

এল নিখিল বিশ্বে যত নিঃস্বের মহামুক্তির পর্ব।।

আরো পড়ুন:  আমি বড় দুঃখে দুঃখী আমি ও গুরু ভবে কেউ নাই আপনার, তোমার শ্রীচরণে এই

Leave a Comment

error: Content is protected !!