ফুলগুলি কোথায় গেল

ফুলগুলি কোথায় গেল

কতদিন কেটে গেল

ফুলগুলি কোথায় গেল

কতদিন হলো!

ফুলগুলি কোথায় গেল

ফুলকুমারী ছিঁড়ে নিল

আর কবে বুঝিবে বলো

তারা বুঝিবে বলো।।

পিট সিগারের গান ফুলগুলি কোথায় গেল, পিট সিগার, ফটোঃ Anthony Pepitone উইকিকমন্স, সিসি-বাই

কুমারীরা কোথায় গেল

কতদিন কেটে গেল

কুমারীরা কোথা গেল

কতদিন হলো!

কুমারীরা কোথা গেল

সৈনিকের সাথী হল

আর কবে বুঝিবে বলো

তারা বুঝিবে বলো।।

 

সৈনিকেরা কোথা গেল

কতদিন কেটে গেল

সৈনিকেরা কোথায় গেল

কতদিন হলো!

সৈনিকেরা কোথায় গেল

সমাধী শিয়রে শুয়ে সবে

আর কবে বুঝিবে বলো

তারা বুঝিবে বলো।।

 

সমাধি কোথায় গেল

কতদিন কেটে গেল

সমাধি কোথায় গেল

কতদিন হলো!

সমাধী কোথায় গেল

ঝরাফুলে ঢেকে দিল

আর কবে বুঝিবে বলো

তারা বুঝিবে বলো।। 

আরো পড়ুন:  আন্তর্জাতিক --- জাগো জাগো জাগো সর্বহারা, অনশন বন্দী ক্রীতদাস, শ্রমিক দিয়াছে

Leave a Comment

error: Content is protected !!