লাল আকাশ এবং চারটি তারা

চেতনার আকাশটা এখানে লাল
এখানে জ্বলছে চারটে উজ্জ্বল তারা।
সাম্যের পতাকায় শ্রমের মুষ্টিবদ্ধ হাত
এই হাত বোনে শস্যের বীজ
এই হাতের কাস্তেরা গায় সুন্দরের গান
এই হাত হাতুড়িকে ঠেলে দেয় শৈল্পিক শাসনে
কাস্তে এবং হাতুড়ি তখন গায় সৃষ্টির গান।
এই মুষ্টিবদ্ধ হাতে আমাদের চেতনার আকাশ
এবং এই আকাশে জ্বলছে চারটে উজ্জ্বল তারা ।

বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি অস্তিত্বের জন্যে যুদ্ধ চাই কাব্যগ্রন্থের অষ্টম কবিতা।

আরো পড়ুন:  আশা

Leave a Comment

error: Content is protected !!