হঠাত দুপুরে বৃষ্টির নূপুরে
নেমে আসে সজল করুণা ধারা।
হলুদ জন্ডিস, শ্বাসকষ্ট ছেড়ে
জেগে উঠে ঘাসপাড়া।
আয়না হয়ে যায় ভাঙ্গা রাস্তার নয়ানজুলি;
আনন্দ ধ্বনিতে নেচে উঠে বস্তির কমলাফুলি;
সজল সোহাগে নাচতে থাকে অনাবৃত শিশুগুলি;
টাটকা রক্তস্রোতে চাঙ্গা হয় হতোদ্যম শতমূলী।
শামসুল ফয়েজ সত্তর দশকের কবিদের মধ্যে অন্যতম। তীব্র বাস্তবতাবোধ, নাগরিক বৈদগ্ধ এবং জীবনাকাঙ্খা তারঁ কবিতার প্রধান উপাদান। নগর মানুষের যান্ত্রিক আচরণ তার মধ্যে দ্রোহের জন্ম দেয়। তার জন্ম ১৮ জানুয়ারি, ১৯৫৩ সালে মোজাহিদী লজ (মাতুল বাড়ি), জুবিলী কোয়ার্টার, আকুয়া, ময়মনসিংহে। তার প্রকাশিত কাব্যগ্রন্থগুলো হচ্ছে শামসুল ফয়েজের কবিতা (কাব্য সংকলন, ১৯৯৭), শোণিতে বিবিধ কোরাস (জুন ২০০৮), সময়ের ধ্রুপদ (২০০৮), মনে চায় শুক্কুর পাগলা হয়ে যাই (ডিসেম্বর ২০১১)।