সজল করুণা ধারা

হঠাত দুপুরে বৃষ্টির নূপুরে
নেমে আসে সজল করুণা ধারা।
হলুদ জন্ডিস, শ্বাসকষ্ট ছেড়ে
জেগে উঠে ঘাসপাড়া।
আয়না হয়ে যায় ভাঙ্গা রাস্তার নয়ানজুলি;
আনন্দ ধ্বনিতে নেচে উঠে বস্তির কমলাফুলি;
সজল সোহাগে নাচতে থাকে অনাবৃত শিশুগুলি;
টাটকা রক্তস্রোতে চাঙ্গা হয় হতোদ্যম শতমূলী

আরো পড়ুন:  হাওর

Leave a Comment

error: Content is protected !!