মিশ্রিদানা বা চিনিপাতা বাংলাদেশের সুলভ ঔষধি উদ্ভিদ

মিশ্রিদানা

বৈজ্ঞানিক নাম: Scoparia dulcis সমনাম: Ambulia micrantha Raf.; Capraria dulcis (L.) Kuntze; Gratiola micrantha Nutt.; Scoparia grandiflora Nash;Scoparia nudicaulis Chodat & Hassl.; Scoparia procumbens Jacq.; Scoparia purpurea Ridl.; Scoparia ternata Forssk. বাংলা নাম: মিশ্রিদানা, চিনিপাতা, মিছরিপাতা, মিডালি, চিনিটোরা, বনধনিয়া, চিনিমিঠা, মিছরিদানা ইংরেজি নাম: goatweed, scoparia-weed বা sweet-broom
জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ/রাজ্য: Plantae – Plants অবিন্যসিত: Angiosperms অবিন্যসিত: Eudicots অবিন্যসিত: Asterids বর্গ: Lamiales পরিবার: Plantaginaceae ট্রাইব: Crotalarieae গণ: Scoparia প্রজাতি: Scoparia dulcis (Linnaeus)

পরিচিতি: মিশ্রিদানা বা চিনিপাতা হচ্ছে একটি ভেষজ তৃণজাতীয় উদ্ভিদ।

ব্যবহার: এটি ভারতে ডায়াবেটিস রোগে এবং তাইওয়ানে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনে ব্যবহার করা হয়। এটি ব্রাজিলে নানা রোগে ব্যবহৃত হয় যেমন অর্শরোগ এবং ক্ষতে। এটি নাইজেরিয়াতে কাস্তে-কোষ ব্যাধিতে (Sickle-cell disease) ব্যবহার করা হয়।

মিশ্রিদানার রস রক্ত আমাশয় এ ভালো কাজ দেয়, যদিও আরো উষধি গুণ আছে, তবে সাবধান, বয়স যত কম হবে রস তত পাতলা হতে হবে তা না হলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। পরিমাণ এক চা চামচ করে পর পর তিন দিন। মুখে ঘা হলে পাতা চিবুলে ঘা ভাল হয়।

Leave a Comment

error: Content is protected !!