ধাঁধাঁ

বড়ই ধাঁধায় পড়েছি, মিতে—

ছেলেবেলা থেকে রয়েছি গ্রামে।

বার-বার ধান বুনে জমিতে

মনে ভাবি বাঁচা যাবে আরামে।

 

মাঠ ভরে যেই পাকা ফসলে

সুখে ধরি গান ছেলেবুড়ােতে।

 

একদা কাস্তে নিই সকলে।

 

লাঠির আগায় পাড়া জুড়ােতে

তারপর পালে আসে পেয়াদা।

 

খালি পেটে তাই লাগছে ধাঁধা।

আরো পড়ুন:  শ্রেষ্ঠীবিলাপ

Leave a Comment

error: Content is protected !!