পিয়াল শাখার ফাঁকে ওঠে

পিয়াল শাখার ফাঁকে ওঠে একফালি চাঁদ বাঁকা ঐ,

তুমি আমি দুজনাতে বাসর জেগে রই।।

তোমার আছে সুর আর আমার আছে ভাষা

মনের কোনে আছে কিছু পাওয়ার আশা,

এবার কিছু শুনি আর আমিও কিছু কই।।

বাতাস যে গান গায় আর ঐ তো ফোটে ফুল

আর এই যে প্রহর জাগা এ তো নহে ভুল

মোর আঁখির পানে চেয়ে তোমার আঁখি হাসে

তবে হঠাৎ কেন এই রাত শেষ হয়ে ঐ আসে,

ফুরিয়ে যাব ভেবেই এতই ব্যকুল হই।।

গানটি ইউটিউব থেকে শুনুন এখানে

অখিলবন্ধু ঘোষের গাওয়া সলিল চৌধুরীর এই গান
আরো পড়ুন:  কথা কও দাও সাড়া; শেষ রাগিণীর বীণ বাজে প্রাণে, ফুটেছে বিদায়-তারা

Leave a Comment

error: Content is protected !!