আলাপ

আলাপ

বার্ষিক

তবে কি নাছােড়বান্দা ফাল্গুন, কমরেড?

বসন্ত বিজ্ঞপ্তি আঁটে ঘূর্ণিফল গাছে;

পর্দায় সর্দার হাওয়া কসরৎ দেখায়।

আকাশে অসংখ্য টর্চ; মেঘেরা ফেরার—

গােলদীঘির গর্তে চাঁদ ধরা পড়ে গেছে।

বসন্ত সত্যিই আসবে? কী দরকার এসে?

বছর-বছর দেখা দিয়েছে সে ক্যাম্বেলের ভিড়ে

 

পণ্ডশ্রম

অনেকদিন খিদিরপুব ডকের অঞ্চলে

কাব্যকে খুঁজেছি প্রায় গােরু-খোঁজা করে

নীলাকাশে, অন্ধকারে গৈরিক নদীতে;

তারপর আত্মহারা অধিক রাত্রিতে

যখনি দিয়েছি সাড়া যে-কারো ইঙ্গিতে

তখনি পিছন থেকে বলেছে বিদায়

ভগ্নমনে সচ্চরিত্র গুপ্তচর কোনো।

 

পণ্ডিতমূর্খ 

লেনিন, এঙ্গেলস, মার্কস নখাগ্রে আমার

উত্তরাধিকার সূত্রে অন্যতম নেতা।

লক্ষ্য বড়ো; ধরি তাই মহাত্মার ধামা;

আনন্দ-ভবনে খুঁজি মুক্তির উপায়,

প্রতিদ্বন্দ্বী, ঠাণ্ডা করে দিয়েছি কেমন!

এবার বিধ্বস্ত চীন মন্দ লাগবে না;

ভারতবর্ষে বিপ্লবের দেরি নেই আর।

আরো পড়ুন:  পলাতক

Leave a Comment

error: Content is protected !!