মুসাসি হচ্ছে সপুষ্পক উদ্ভিদের একটি পরিবারের নাম

উদ্ভিদের পরিবার

মুসাসি

পরিবারের নাম: MUSACEAE A.L. de Jussieu (1789) জীববৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস জগৎ/রাজ্য: Plantae বিভাগ: Angiosperms অবিন্যাসিত: Monocots অবিন্যাসিত: Commelinids বর্গ: Zingiberales পরিবার: Musaceae

ভূমিকা: মুসাসি বা কলা (ইংরেজি: Musaceae) হচ্ছে সপুষ্পক উদ্ভিদের একটি পরিবারের নাম। এই পরিবারে অন্তর্ভুক্ত প্রজাতিগুলো মাঝারি আকারে হয়ে থাকে।

বিবরণ: মুসাসি মূলত ব্যানানা বা কলা গোত্র। এটি বহুবর্ষজীবী বীরুৎ, প্রধান কান্ড গ্রন্থিকন্দাল বা গুড়িকন্দ সদৃশ, বায়বীয় ছদ্ম কান্ড দৃঢ়, অশাখ, পত্রবৃন্তে আচ্ছাদিত। পত্র অতি বৃহৎ, সপিলাকারে বিন্যস্ত, মূলীয় পত্রাবরণ মোটা, বৃন্ত লম্বা, ফলক সরল, প্রশস্ত, অখন্ড, কুড়ি অবস্থায় এক প্রান্ত একে অন্যপ্রান্ত পাকান।

পুষ্পবিন্যাসের অক্ষ কন্দ থেকে উত্থিত, পত্রাবরণ দ্বারা নালিকারূপে গঠিত, শীর্ষাংশের ওপর আর বুদ্ধি প্রাপ্ত, ঋজু, নিম্নমুখী বক্র বা ঝুলন্ত, অক্ষের বহিভাগে চর্মবৎ, নৌকাকৃতি, সর্পিলাকারে বিন্যস্ত মঞ্জরীপত্র। প্রতিটি মঞ্জুরীপত্র দ্বারা স্বল্প সংখ্যক ঘন সন্নিবিষ্ট এক পার্শ্বীয় সাইম রূপে সজ্জিত মঞ্জরীপত্র বিহীন পুষ্প সমূহ আবৃত।

পুষ্প প্রস্ফুটন সালে মঞ্জরীপত্র পুনর্বক্র হয়ে পুষ্প উন্মুক্ত করে। পুষ্প গর্ভশীর্ষ পুষ্পী, অসমাঙ্গ, একলিঙ্গ পুষ্প উর্বর, নিম্ন মঞ্জরীপত্র দ্বারা অনুর্বর পুংকেশর যুক্ত স্ত্রী পুষ্প আচ্ছাদিত, উপরের পুংকেশরীয় মঞ্জরীপত্র হ্রাস প্রাপ্ত অনুর্বর গর্ভাশয় আচ্ছাদিত। পুষ্পপুটাংশ ৬ টি, পাপড়িবৎ, বিসদৃশ, মূলত ২-সারিতে বিন্যস্ত, কিন্তু ৩ টি বৃত্যংশ ও ২ টি পাপড়ি যুক্ত হয়ে ৫ টি দন্ত। এই নালি গঠন করে একপার্শ্বে লম্বালম্বি বিভক্ত, তৃতীয় পাপড়ি টি মুক্ত।

পুংকেশর সাধারণত ৫ টি, ফাকা পুংকেশরটি মুক্ত পাপড়ির প্রতিমুখ, কখনও ৬ষ্ঠ পুংকেশরটি বন্ধ্যা ও ক্ষুদ্র, কদাচিৎ ৬ টি পুংকেশরই উর্বর, পুষ্পদন্ড সরু, স্পষ্ট, পরাগধানী রৈখিক, চতুরেণুস্থলী বিশিষ্ট, দ্বিখন্ডী, অনুদৈর্ঘ্য ফাটল দ্বারা উন্মুক্ত।

গর্ভপত্র ৩ টি, যুক্ত, গর্ভাশয় অধোগর্ভ, ৩ প্রকোষ্ঠী, গর্ভদন্ড সরু, গর্ভমুণ্ড ৩-খন্ডিত, অমরা বিন্যাস অক্ষীয়, প্রতিপ্রকোষ্ঠে ডিম্বক অনেক, অধোমুখী। ফল বেরি, রসাল, বহিস্তক শক্ত, পৃথকীকরণ যোগ্য। বীজ অল্প থেকে অসংখ্য, বহিস্ত্বক শক্ত ও মোটা।

আরো পড়ুন:  কাঁচকলা-র থোড় ও মোচা খাওয়ার পদ্ধতি ও ভেষজ গুণাগুণ

মুসাসি পরিবারে ৩টি গণ ও প্রায় ৯১টি প্রজাতি আছে। পূর্ব গোলার্ধের গ্রীষ্ম ও নাতিশীতোষ্ণ অঞ্চলে এরা বিস্তৃত। বাংলাদেশের এর ১ টি মাত্র গণ ও ৩ টি প্রজাতি আছে। কাঁচ কলা, রাম কলাপাহাড়ি কলা

তথ্যসূত্র:

১. এম আমান উল্লাহ এবং এম মতিয়ুর রহমান (আগস্ট ২০১০)। “অ্যানজিওস্পার্মস ডাইকটিলিডনস”  আহমেদ, জিয়া উদ্দিন; হাসান, মো আবুল; বেগম, জেড এন তাহমিদা; খন্দকার মনিরুজ্জামান। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ ১১ খন্ড (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ৩৮১। আইএসবিএন 984-30000-0286-0

বি. দ্র: ব্যবহৃত ছবি উইকিপিডিয়া কমন্স থেকে নেওয়া হয়েছে। আলোকচিত্রীর নাম: Raul654

Leave a Comment

error: Content is protected !!