কাক ও ঝড়

প্রতিদিন নিরবে বৃষ্টি ঝরে এ-মাটির বুকে
বিবেকহীন চোখে তাই দেখি, আমরা যে মাঝখানে থাকি,
সেই বৃষ্টি দেখে মেকি স্বরে গান গাই, আবৃত্তি করি,
সমবেদনা জানাই মলিন স্বরে, কারণ আমরা যে ভয়ে ভয়ে থাকি।

আজ যে শরীর মরেছে অনাদরে কোনো কৃষ্ণচূড়ার তলে
কাল কি সে আবার জাগবে যদি একটু খাবার মেলে,
যুগের যে প্রেম পড়ে আছে শহরের ল্যাম্পপোস্টের পাশে
কাল প্রেম পেলে কি আবার সে প্রেমিক হয়ে উঠবে।

জানি এখনও দাড়কাক সুর তুলে বেসুরো কণ্ঠে,
চোখ ভুলিয়ে কোনো স্বপ্ন রাঙাতে চায় নতুন রঙে,
খেয়াল ক্ষণে ক্ষণে ডাকে আলোর পথে ধরে,
তাই আকুল হয়ে আকাশ প্রদীপ জ্বেলে রাখে।

কালের কালি নিয়ে কত হাহাকার শুধু বৃষ্টি হয়ে ঝরে,
ক্ষনিক ভুলে থাকা মাঝারিদের বসবাস নিঃসঙ্গতার সাথে,
রাতের আকাশ আবছা প্রভা ছড়িয়ে প্রদীপ জ্বালিয়ে রাখে
ভূমি বুকে নবজন্মের বীজ বপন করে।

১ নভেম্বর, ২০১৩
আকুয়া, জুবিলী কোয়ার্টার, ময়মনসিংহ

চিত্রের ইতিহাস: কবিতায় ব্যবহৃত অংকিত চিত্রটি ভিনসেন্ট ভ্যান গগ (৩০ মার্চ ১৮৫৩ – ২৯ জুলাই ১৮৯০) আঁকা চিত্র ঝড়ের আকাশে গমখেত (Wheat field under a stormy sky)। শিল্পী চিত্রটি আঁকেন জুলাই ১৮৯০ সালে।

বিশেষ দ্রষ্টব্য: কবিতাটি আমার [দোলন প্রভা] রচিত মনন পাবলিকেশন ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত স্বপ্নের পাখিরা ওড়ে যৌথ খামারে  কবিতাগ্রন্থের ৩০ পৃষ্ঠা থেকে নেয়া হয়েছে এবং রোদ্দুরেতে প্রকাশ করা হলো।

Leave a Comment

error: Content is protected !!