You cannot copy content of this page
আপনি যা পড়ছেন
মূলপাতা > শিল্প > সঙ্গীত > ভুলবাে না, ভুলবাে না

ভুলবাে না, ভুলবাে না

ভুলবাে না, ভুলবাে না, ভুলবাে না—

মহানগরীর রাজপথে যত রক্তের স্বাক্ষর,

অগ্নিশিখায় অঙ্কিত হলো লক্ষ বুকের ‘পর

আমরা ভুলবো না।

 

হাতে শহীদের সমাধি ফুলক,

ললাটে পরেছি রক্ততিলক,

—রক্তের ঋণ রক্তে শুধবে শপথ ভয়ঙ্কর

ভুলবাে না, ভুকবাে না, ভুলবো না।

 

উৎপীড়িতের ক্রন্দনরােল

বুভুক্ষিতের অশ্রুজল,

পুঞ্জিত হয়ে এনেছে এবার কালবােশেখীর ঝড়

কালবোশেখীর ঝড়;

 

আহত বক্ষে গর্জে ক্রোধ

চাই প্রতিরােধ; চাই প্রতিরােধ,

 

রক্তে রাখি-বন্ধনে মােরা মিলেছি পরস্পর।

ভুলৰৰ না, ভুলবো না, ভুলবাে না।

আরো পড়ুন:  আমার ভাবনার কিন্তু দূর হইল না
হেমাঙ্গ বিশ্বাস
সিলেট জেলার হবিগঞ্জ মহকুমার চুনারুঘাট উপজেলার মিরাসি গ্রামে জন্ম নেয়া হেমাঙ্গ বিশ্বাস বাংলা গণসংগীতের জননন্দিত মহাযোদ্ধা। তিনি একজন বাঙালি সঙ্গীতশিল্পী, কবি, লেখক এবং সুরকার। মূলত লোকসঙ্গীতকে ভিত্তি করে গণসঙ্গীত সৃষ্টির ক্ষেত্রে তাঁর অবদান বাঙালির ইতিহাসে অবিস্মরণীয়।  “হেমাঙ্গ বিশ্বাসের গান” এবং "শঙ্খচিলের গান” তাঁর গানের দুটি সঙ্কলন।

Leave a Reply

Top