ব্যবহার অনুসারে ঔষধি উদ্ভিদের বৈচিত্র্য

বাংলাদেশ, ভারত, এমনকি গোটা দক্ষিণ এশিয়ায় ব্যবহার অনুসারে ঔষধি গাছের নানা রকমের বৈচিত্র্য দেখা যায়। গাছের বিভিন্ন অংশকে ঔষধ হিসেবে ব্যবহার করা হয়।

আপনি এই প্রবন্ধটি ইংরেজিতে পড়তে পারেন

নিচে ঔষধি বেশ কিছু উদ্ভিদের বৈজ্ঞানিক নাম, স্থানীয় বাংলা নাম, উদ্ভিদগুলোর পরিবার, উদ্ভিদের ব্যবহৃত অংশ এবং রোগের ক্ষেত্রে কার্যকারিতা অনুসারে একটি ছক প্রদান করা হলও। এখানে প্রায় ৪০টি উদ্ভিদ প্রজাতির তালিকা দেয়া হয়েছে, এটি আমার গবেষণার অংশবিশেষ যা প্রাণকাকলিতে ২০১২ সালে প্রকাশিত হয়।[১] পরবর্তীকালে রোদ্দুরেতে প্রকাশের সময় তালিকায় কয়েকটি উদ্ভিদ নতুনভাবে যুক্ত করা হয়।[২]

ছক: বাংলাদেশের ৪০টি ঔষধি গাছ এবং তাদের ব্যবহার।

ক্রমিক নং স্থানীয় নাম বৈজ্ঞানিক নাম পরিবারের নাম ব্যবহৃত অংশ যে রোগে কাজে লাগে
আপাং Achyranthes aspera Amaranthaceae পুরো উদ্ভিদ Dysentery, Constipation, piles, Arthritis, Skin disease.
কালোমেঘ Andrographis pariculata Acanthaceae পুরো উদ্ভিদ Metabolic problem, Gastric, Fever, worm killer, Dysentery, Liver Disease, Strengthen.
আকন্দ Calotropis procera Asclepiadaceae Root, leaf. Bark flower extract of leaf. Ulcer, Tooth pain chronic dysentery, cold, Asthma,
অনন্তমূল Hemidesmus indicus Asclepiadaceae শিকড় এবং পুরো গাছ Strength increaser, apetiser. Arthritis, Diabetes.
অর্জুন Terminalia arjuna Combretaceae ছাল Heart disease, Diarrhea, piles, Tuberculosis.
উলটকম্বল Abroma augusta Sterculiaceae Root, Bark & Leaf. Vaginal pain sexual disease.
ঘৃতকুমারী Aloe  vera Liliaceae Extract of leaf Headache, sexual disease, metabolic problem. Fever.
থানকুনি Centella asiatica Apiaceae পুরো উদ্ভিদ Metabolic problem, pain killer Diabetics, Ulcer, chronic dysentery, Anti Coughing.
তেলাকুচা Eoccinia cordifolia Cucarbitace পাতা এবং শিকড় Diabetics,  cold, appetizer, Ulcer control etc.
১০ কেশরাজ Eclipta Prostrata Asteraceae পুরো উদ্ভিদ মাথাব্যথা, ঠাণ্ডা লাগা, চুল পড়া নিয়ন্ত্রণে।
১১ কুলেখাড়া Hygrophilla schulli Acanthaceac Leaf, Seed, Steam Control of anger, Liver disease, Ulcer, bleeding, removal of stone from kidney.
১২ গন্ধ ভাদালি Paedaria foetida Rubiaceae পাতা Dysentery, metabolic disorder, cold. Arthritis.
১৩ ধুতরা Datura metal Solanaceac Root, Leaf, Seed. Pain killer worn killer, poisonous
১৪ বহেড়া Terminalia belerica Combretaceae ফল Constipation, Diarrhea, fever, cough, piles, Gastric, Heart disease.
১৫ দাদমর্দন Cassia alata Fabaceae পাতা Skin disease, poisonous.
১৬ পুদিনা Mentha viridis Lebiatae পুরো উদ্ভিদ Metabolic disorder, Gastric.
১৭ বাসক Adhatoda vasica Acanthaceace পাতা, গাছের শিকড় Cough, asthma, tuberculosis, cold, blood refine.
১৮ জ্যোষ্ঠিমধু Hydrangea arborescons Saxifrazaceac পাতা, ফুল ও ফল Liver disease, adrenal peptic Ulcer, hormonal disease, cold, throat pain.
১৯  ব্রাহ্মীশাক  Bacopa moniera  Scrophulariaceae  পাতা  Heart disease, nurval pressure, Asthma.
 ২০  শর্পগন্ধা Rauvolfia Serpentina  Apocynaceae  পাতা এবং শিকড়  Blood Pressure, brain abnormal, dysentery diarrhea pain killer.
২১ কুরচি Holarrhena antidysenterica Apocynaceae বাকল এবং বীজ Diarrhea, dysentery, worm killer constipation, intestinal weakness.
২২ নিম Azadirachta indica Meliaceae শিকড়, পাতা, বাকল Skin disease, worm killer Arthritis, Insecticide, Anti vomiting, Tooth disease, Jaundice etc. Antiviral.
২৩ উলটচণ্ডাল Gloriosa superba Liliaceae পাতা এবং কাণ্ড Arthritis Adrenals peptic, ulcer.
২৪ শতমূলী
Asparagus racemosus Liliaceae পাতা ও শিকড় জ্বর, আমাশয়, ডায়াবেটিস।
২৫ বেল Aegle marmelos Rutaceace ফল আমাশয়, ডায়রিয়া।
২৬ আনারস Ananas comosus Bromeliaceae ফল ও পাতা জণ্ডিস
২৭ জাম Syzygium cumini Myrtaceae ফল ও বীজ ডায়াবেটিস, আমাশয়।
২৮ আসামলতা Mikania scandens Compositae পাতা
Bleeding control, Dysentery, Daud etc.
২৯ নিশিন্দা Vitex negundo Verbenaceae শিকড় ও পাতা Asthma, Arthritis, fever etc.
৩০ দূর্বা Cynodon dactylon Grominae পাতা Blood bleeding control. skin disease.
৩১ শিঙ্গাড়া Trapa natans Onagraceae  ফল  পেটের দোষ, পিত্ত জ্বালা, আমাশয়, স্মৃতিশক্তি লোপ, প্রস্রাব বন্ধ।
 ৩২ নীল অপরাজিতা Clitoria ternatea Fabaceae  পুরো উদ্ভিদ মূর্ছা, শূল ব্যথা, গলগণ্ড, স্বরভঙ্গ, শুষ্ক কাশি, আধ কপালে, খোস পাঁচড়া।
 ৩৩ জয়ন্তী Sesbania sesban Fabaceae পাতা, ডাল, বীজ, শিকড়, নাকের জল, নাক বন্ধ, সর্দি, মেহ, বাত, পালা জ্বর, শূল ব্যথা, শ্বেতী, গর্ভ নিরোধ।
 ৩৪ অশ্বত্থ Ficus religiosa Moraceae পাতা, ছাল, শিকড় বাত রক্তে, ইন্দ্রিয়শৈথিল্য, পিত্ত বমনে, মুখের ও অন্যান্য ক্ষতে, কানের পুঁজে।
 ৩৫ অশোক Saraca asoca Fabaceae ছাল, বীজ, স্নায়ুগত বাত, শ্বেত বা রক্ত প্রদরে, হৃদ দৌর্বল্যে, মৃতবৎসায়, চর্মের কর্কশতায়, রক্তবন্ধে, কীটের দংশনে।
৩৬ ছাতিম Alstonia scholaris Apocynaceae ছাল, আঠা, ফুল, কুষ্ঠ, হিক্কাশ্বাসে, দাঁতের সমস্যা, হাঁপানি, দুগ্ধ স্বল্পতা, সর্দি, অগ্নিমান্দ্য, শ্বাসকষ্ট, জ্বর।
 ৩৭ হেলেঞ্চা Enhydra fluctuans Asteraceae  কাণ্ড, পাতা, শাক খোস, চুলকানি, অগ্নিমান্দ্য, বিস্বাদ, বাতের ব্যথা, হাতা পা জ্বালা, ঘামাচি।
৩৮
ওলকচু Amorphophallus paeoniifolius Araceae  কন্দ, ডাঁটা
কোষ্ঠবদ্ধতা, রক্তস্রাবে, গাঁটে বাত, অগ্মিমান্দ্যে, মৃতবৎসা, কফ প্রবণতায়।
৩৯ বট Ficus benghlensis Moraceae মূল, পাতা, ছাল ফোঁড়া, শুক্রতারল্য, আমাশয়, ইত্যাদি।
৪০ তেঁতুল Tamarindus indica Fabaceae ফল, বাকল, পাতা ফোলা, পক্ষাঘাত, ইত্যাদি।
আরো পড়ুন:  দুধসর বা সেন্দ মনসা গাছের ঐতিহ্যবাহী দশটি ঔষধি গুণাগুণ এবং উপকারিতা

তথ্যসূত্র ও টিকা:

১. Sadi, Anup. “Medicinal plants of Bangladesh.” Prankakoli, Anup Sadi, 24 Dec. 2012, anupsadi.blogspot.com/2012/12/medicinal-plants-of-bangladesh_24.html. A detailed study on the Diversity of Medicinal Plants and their Commercial Uses in Bangladesh

২. আয়ূর্বেদাচার্য শিবকালী ভট্রচার্য: চিরঞ্জীব বনৌষধি‘ খন্ড ২, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা, প্রথম প্রকাশ ১৩৮৪, পৃষ্ঠা, ভূমিকাংশ ১৫-১৬।

Leave a Comment

error: Content is protected !!