সুভাষ মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা হচ্ছে তাঁর নির্বাচিত শ্রেষ্ঠ কবিতার সংকলন। ইতিপূর্বে রোদ্দুরে ডট কম মার্কসবাদী বিপ্লবী কবি সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক (১৯৪০) কাব্যগ্রন্থটি অনলাইনে সহজলভ্য করে দিয়েছে। আমাদের ইচ্ছে রয়েছে কবি সুভাষ মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতার একটি অনলাইন সংস্করণ প্রকাশ করা। সেই ইচ্ছা থেকে এখানে কবির শ্রেষ্ঠ কবিতাগুলো প্রকাশ করা হচ্ছে। আপনারা কবিতাগুলোর শিরোনামে ক্লিক করে কবিতাগুলো পড়তে পারবেন।
পদাতিক (১৯৩৮–১৯৪০)
চিরকুট (১৯৪১-১৯৪৬)
অগ্নিকোণ (১৯৪৮)
১৭. অগ্নিকোণ
১৮. একটি কবিতার জন্যে
১৯. মিছিলের মুখ
ফুল ফুটুক (১৯৫১-১৯৫৭)
২০. আমি আসছি
২১. সালেমনের মা
২২. লাল টুকটুকে দিন
২৩. সুন্দর
২৪. পারাপার
২৫. পুপে
২৬. আমরা যাব
২৭. ড্যাং ড্যাং ক’রে
২৮. ফুল ফুটুক না ফুটুক
২৯. আরো একটা দিন
৩০. এখন ভাবনা
যত দূরেই যাই (১৯৬২)
কাল মধুমাস (১৯৬৬)
৪৩. তোমাকে বলিনি
৪৪. জলছবি
৪৫. কুকুর ইঁদুর মাছি ফুলের গাছ
৪৬. জননী জন্মভূমি
৪৭. এদিকে
৪৮. ফোঁটা
৪৯. ভুলে যাব না
৫০. আমার ছায়াটা
এই ভাই (১৯৭১)
ছেলে গেছে বনে (১৯৭২)
৬৬. ছেলে গেছে বনে
৬৭. রসুই
একটু পা চালিয়ে, ভাই (১৯৭৯)
সুভাষ মুখোপাধ্যায় (১২ ফেব্রুয়ারি ১৯১৯ – ৮ জুলাই ২০০৩) ছিলেন বিশ শতকের উল্লেখযোগ্য বাঙালি বামপন্থী কবি ও গদ্যকার। তিনি কবি হিসেবে খ্যাতিমান হলেও ছড়া, প্রতিবেদন, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য ইত্যাদি রচনাতেও উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ এবং বহু দেশি-বিদেশি কবিতা বাংলায় অনুবাদও করেছেন। “প্রিয়, ফুল খেলবার দিন নয় অদ্য় এসে গেছে ধ্বংসের বার্তা” বা “ফুল ফুটুক না ফুটুক/আজ বসন্ত” প্রভৃতি তাঁর অমর পঙক্তি বাংলায় আজ প্রবাদতুল্য।
অনেক ভালো কাজ, ধন্যবাদ নেবেন।
Awesome! Its in fact amazing article, I have got much clear idea concerning from this post.
উনার কবিতা আমার খুব ভাল লাগে। অনলাইনে উনার কবিতা পাওয়া যাচ্ছে, পড়া যাচ্ছে; এটা অনেক আনন্দের।
কবিতাগুলা খুব ভাল। রাজনৈতিক কবিতার আদর্শ।
খুব সুন্দর সংকলন। ধন্যবাদ গ্রহণ করুন।
Каким образом предпочесть красную икру?